reporterঅনলাইন ডেস্ক
  ১৩ অক্টোবর, ২০২১

ডিআইইউতে আন্তর্জাতিক মানের শিক্ষক লাউঞ্জ উদ্বোধন

শিক্ষকরা আমাদের চলার পথ দেখান। ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলেন এবং একটি উন্নত জাতি গঠনে মুখ্য ভূমিকা পালন করেন। প্রকৃত মানুষ গড়ার কারিগর এই শিক্ষকদের কাজের ফাঁকে একটু অবসর, আড্ডা কিংবা নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষার্থীদের সঙ্গে সৃজনশীল চিন্তা-চেতনা ভাগ করে নিতে সুন্দর ও মনোরম পরিবেশের প্রয়োজন।

আর এ বিষয়টি নিশ্চিতকল্পে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে দেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক মানের শিক্ষক লাউঞ্জ। এ শিক্ষক লাউঞ্জের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুবউল হক মজুমদার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ব বিদ্যালয়ের ট্রেজারার মমিনুল হক মজুমদার, একাডেমিক এফেয়ার্স ও ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল, মানবিক সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর এ এম এম হামিদুর রহমান, বাণিজ্য ও উদ্যোক্তা বৃত্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাসুম ইকবাল ও স্টুডেন্ট অ্যাফেয়ার্স ও পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজু। এ লাউঞ্জ উদ্বোধনের ফলে বিশাল ক্যাম্পাসে শিক্ষকদের সহজে খুঁজে পাওয়া যাবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close