reporterঅনলাইন ডেস্ক
  ১৯ মে, ২০২১

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) অর্থনীতি বিভাগের উদ্যোগে গবেষণাকর্মে ব্যবহৃত রেফারেন্স সফটওয়্যার মেন্ডেলির ব্যবহার নিয়ে অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ১১ মে সকালে জুম প্ল্যাটফরমের মাধ্যমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপটির মডারেটর হিসেবে ছিলেন অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের স্নাতক শিক্ষার্থী মাসরোফ শাহরিন সীমান্ত। ওয়ার্কশপটির সভাপতিত্ব করেন মাভাবিপ্রবি’র সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুস সাদেকীন। ওয়ার্কশপটির ট্রেইনার ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার অর্থনীতি বিভাগের পিএইচডি গবেষক মো. মুহিব্বুল্লাহ।

তিনি মেন্ডেলি রেফারেন্সিং সফটওয়্যারের মাধ্যমে কীভাবে গবেষণাকর্মে সহজে রেফারেন্সিং ম্যানেজ ও সংগঠিত করা যায় তার ওপর বিস্তারিত প্রশিক্ষণ দেন। ছাত্রছাত্রীদের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকও এই ওয়ার্কশপে অংশ নেন। তারা মনে করেন, এই ওয়ার্কশপের মাধ্যমে অর্জিত দক্ষতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ারে সহায়ক ভূমিকা পালন করবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close