reporterঅনলাইন ডেস্ক
  ২৬ জানুয়ারি, ২০২১

খুবির শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনে চবি শিক্ষার্থীদের সংহতি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষকসহ দুই শিক্ষার্থী বহিষ্কার ও দুই শিক্ষককে অপসারণের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। এ ঘটনাকে ‘চরম ধৃষ্টতা’ উল্লেখ করে অবিলম্বে বহিষ্কারাদেশ বাতিল করার দাবি জানিয়েছে তারা। ২৩ জানুয়ারি শনিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে ‘সাধারণ শিক্ষার্থীরা’ এর ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ‘শিক্ষার্থীদের যৌক্তিক দাবির আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের এ রকম স্বৈরাচারী আচরণ কোনোভাবেই কাম্য নয়। অবিলম্বে এই বহিষ্কারাদেশ বাতিল করতে হবে। এই চরম ধৃষ্টতাপূর্ণ বহিষ্কারাদেশ বাতিল না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলন লাগাতারভাবে চালিয়ে যাবে।’ এ সময় সমাবেশ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রতি খুবি প্রশাসনের অন্যায় আচরণের প্রতিবাদ জ্ঞাপন করার আহ্বান জানানো হয়। সমাবেশে ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাহ মোহাম্মদ শিহাবের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দেওয়ান তাহমিদ। এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চবি সংসদের সভাপতি গৌরচাঁদ ঠাকুর, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নেতা ঋজু লক্ষ্মী অবরোধ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল নেতা মুশফিকউদ্দীন ওয়াসি, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ নেতা শ্রাবণ চাকমা ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ নেতা রোনাল চাকমা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close