reporterঅনলাইন ডেস্ক
  ১৭ অক্টোবর, ২০১৯

ইউল্যাবে ফল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ভিন্নধর্মী ‘ফল ওরিয়েন্টেশন ২০১৯’ আয়োজন করে। ১০ অক্টোবর বৃহস্পতিবার ইউল্যাবের অডিটোরিয়ামে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এই আয়োজনে প্রতিটি বিভাগ তাদের নিজ নিজ কার্যক্রমের সঙ্গে নতুন শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেয়। বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা নতুনদের সঙ্গে পরিচিত হয় ও তাদের সহযোগিতা করার আশ্বাস দেয়। এ ছাড়াও ইউল্যাবের বিভিন্ন অফিস ও ওয়ার্ল্ড একাডেমি ফর দ্য ফিউচার অব উইমেন (ডব্লিউএএফডব্লিউ) তাদের নিজ নিজ কাজ শিক্ষার্থীদের কাছে তুলে ধরে। এরপর একাডেমিক নিয়ম, ক্যারিয়ার সার্ভিস, গ্রন্থাগার, আইটি, বিভিন্ন ক্লাবের কার্যক্রম ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে ভিডিওচিত্র দেখানো হয় নতুন শিক্ষার্থীদের। আনুষ্ঠানিকভাবে স্বাগত বক্তব্য দেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান। ইউল্যাব নিয়ে প্রেজেন্টেশন দেন উপ-উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হকসহ বিভিন্ন বিভাগের প্রধানরা। ইউল্যাবের উপাচার্য এ সময় ‘পিকচার অব দ্য ডে’-এর বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। ইউল্যাব স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিস ও ইউল্যাব কমিউনিকেশনস অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ইউল্যাব সংস্কৃতি সংসদের সদস্যরা ইউল্যাব থিম সং পরিবেশন করে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেন। এ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও কর্মকর্তাম-লী, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close