reporterঅনলাইন ডেস্ক
  ২৯ আগস্ট, ২০১৯

চীনের ইয়ুথ ক্যাম্পে ইবির ৫ সদস্যের প্রতিনিধিদল

চায়না-বাংলাদেশ ইয়ুথ ক্যাম্প-২০১৯-এ যোগ দিতে চীন যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক-শিক্ষার্থীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। ২৬ আগস্ট রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে তারা দেশত্যাগ করেন। ক্যাম্পে যোগদানের জন্য মনোনীতরা হলেন ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শাহিদা আখতার, ইংরেজি বিভাগের শিক্ষার্থী আদনান শাকুর, জান্নাতুল তাজরী, আইসিটি বিভাগের নাবিলা আফরিদা রহমান রাকা ও রেজওয়ানা করিম। উপাচার্যের কার্যালয়ে উপস্থিত হয়ে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এ দলের সদস্যরা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, আইআইইআরর পরিচালক অধ্যাপক ড. মেহের আলী এবং অধ্যাপক ড. মাহবুবর রহমান। জানা যায়, চীনের বসন্ত নগরীখ্যাত কুনমিং শহরে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close