reporterঅনলাইন ডেস্ক
  ০৮ আগস্ট, ২০১৯

ইউআইইউ বিজনেস স্কুল এসিবিএসপি অ্যাক্রিডিটেড

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বিনা শর্তে ১০ বছরের জন্য যুক্তরাষ্ট্রের অ্যাক্রিডিটেশন কাউন্সিল ফর বিজনেস স্কুল অ্যান্ড প্রোগ্রামস (এসিবিএসপি)-এর স্বীকৃতি লাভ করেছে। ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক ড. আবুল এইচ এম গোলাম আযম সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে অনুষ্ঠিত এসিবিএসপির কনফারেন্সে অ্যাক্রিডিটেশন সনদ গ্রহণ করেন।

এই স্বীকৃতির ফলে বাংলাদেশ থেকে বিদেশি বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার, বিশ্বের নামিদামি বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক প্রতিষ্ঠানে চাকরি প্রাপ্তি সহজতর হবে। এ ছাড়া এই অ্যাক্রিডিটেশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান প্রতিনিয়ত উন্নয়নসহ শিক্ষার্থীদের বাজার উপযোগী করে তুলতে সহায়তা করবে।

ইউআইইউ এশিয়ার রিজিয়ন-১০-এর মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয়, যারা এসিবিএসপি স্বীকৃতি পেতে সব গ্র্যাজুয়েট প্রোগ্রাম পাঠদানে ৭০ ভাগ অতিরিক্ত যোগ্যতার যে বাধ্যবাধকতা রয়েছে তার চেয়েও বেশি যোগ্যতা অর্জন করেছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close