reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জুলাই, ২০১৮

বশেমুরবিপ্রবিতে সেমিনারে উপাচার্য

শিক্ষার্থীরা দক্ষ মানবসম্পদে গড়ে উঠবে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ১০ জুলাই মঙ্গলাবার সকাল ১০টায় একাডেমিক ভবনের ৩০৭ নম্বর কক্ষে ‘এ সোসিওলোজিক্যাল স্টাডি অব এল্ডারলি লিভিং ইন এন ওল্ড এজ হোম অব কোলকাতা (নর্থ), ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান বক্তা ছিলেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক ড. সুষমা মুখার্জী।

বশেমুরবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন বলেন, এ ধরনের সেমিনার আয়োজনের মাধ্যমে বিশ্বদ্যিালয়ের শিক্ষার্থীরা যোগ্য ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ে এ ধরনের উল্লেখযোগ্য সেমিনারের আয়োজন করা হবে বলে জানান এবং সেমিনারের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা প্রদানে আশ্বস্ত করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি ছায়েদা মাহমুদার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. শুভব্রত দত্ত। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুল কাদের। সেমিনারের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. রফিকুননেছা আলী।

সেমিনারে প্রধান বক্তা ড. সুষমা মুখার্জী উত্তর কলকাতার একটি বৃদ্ধাশ্রমে বসবাসরত বৃদ্ধদের বিভিন্ন সুবিধা-অসুবিধা ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে গবেষণালব্ধ নাতিদীর্ঘ প্রবন্ধ উপস্থাপ করেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন বশেমুরবিপ্রবিতে আগমনের জন্য সেমিনার বক্তা ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সেমিনার আয়োজনের জন্য সমাজবিজ্ঞান বিভাগকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, সেমিনারে অন্যদের মধ্যে সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মজনুর রশিদ, শামীমা নাসরিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ করা গেছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist