reporterঅনলাইন ডেস্ক
  ০২ এপ্রিল, ২০১৮

ড্যাফোডিলে ‘ব্যান্ড ফেস্ট’ অনুষ্ঠিত

দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড দলের অংশগ্রহণে ২৪ মার্চ শনিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় ‘উইংস ডিআইইউ ব্যান্ড ফেস্ট ২০১৮’ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান। দিনব্যাপী এ উৎসবে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী ও আভাস ব্যান্ডের প্রধান ভোকালিস্ট তানজির তুহিন, চিরকুট ব্যান্ডের প্রধান ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি এবং আর্বোভাইরাস ব্যান্ডের ড্রামার নাফিস আল আমিন।

ব্যান্ড ফেস্টে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কালচারাল ক্লাব, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের দল স্টিল এজ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীদের দল সেরেনাদস, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল শো সোল, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দল রকাফোভিক, নর্থসাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দল পিন কোড, আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীদের দল কনফিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) শিক্ষার্থীদের দল সিন, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইউইবি) শিক্ষার্থীদের দল কনক্লুশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল ইউথ গন উইল্ড, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের দল এক্সিস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল দুর্গ। উৎসব শেষে প্রত্যেক অংশগ্রহণকারী দলকে পার্টিসিপেশন অ্যাওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের তিন বিচারক তানজির তুহিন, শারমিন সুলতানা সুমি ও নাফিস আল আমিন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist