reporterঅনলাইন ডেস্ক
  ২২ মার্চ, ২০১৮

খুবিতে স্থাপত্য ডিসিপ্লিনে আর্ক কেইউ ডিগ্রি শো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের স্থাপত্য ডিসিপ্লিনের সেমিনার কক্ষ উঠানে স্থাপত্য ডিসিপ্লিনের আর্ক কেইউ ডিগ্রি শো-২০১৮, রূপা মেমোরিয়াল গোল্ড মেডেল, বৃত্তি ও সার্টিফিকেট প্রদান ১৮ মার্চ রোববার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. অনির্বাণ মোস্তফা। প্রধান অতিথির বক্তব্য দেন বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. রেজাউল হক। বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুজ্জামান, প্রধান স্থপতি ও ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ আইএবির সভাপতি স্থপতি কাজী গোলাম নাসির, আরবান ডিভেলপমেন্ট ডাইরেক্টরেটের পরিচালক ড. খুরশীদ জাবিন হোসাইন তৌফিক, আইএবির সহসভাপতি স্থপতি জালাল আহমেদ। স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. খন্দকার মাহফুজ উদ-দারাইন। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী তানহা তাবাসসুম তিশাকে রূপা মেমোরিয়াল গোল্ড মেডেল দেওয়া হয়। রূপার মাতা রেজিনা বেগম গোল্ড মেডেল এবং দুজন শিক্ষার্থীকে রূপা স্কলারশিপ দেন। এ ছাড়া ভালো ফলাফলের জন্য হেড লিস্টে স্থান পাওয়া ডিসিপ্লিনের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সনদপত্র দেওয়া হয়। এ সময় ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থী এবং দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথিসহ অতিথিরা আর্ক কেইউ ডিগ্রি শো-২০১৮-তে প্রদর্শিত নবীন ২৯ জন স্থপতির থিসিসভিত্তিক বিভিন্ন স্থাপত্যকর্মের মডেল ঘুরে দেখেন। মোট ৩টি বিভাগে ২৯টি মডেল প্রদর্শিত হচ্ছে। আগামীকাল এ প্রদর্শনী শেষ হবে।

উল্লেখ্য, ২০০৪ সালে কটকায় সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের যে নয়জন শিক্ষার্থী পানিতে ডুবে শাহাদাতবরণ করেন, তার মধ্যে রূপা নামে একজন শিক্ষার্থী ছিলেন। রূপার স্মৃতির স্মারকে তার পরিবারের পক্ষ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের কৃতী শিক্ষার্থীদের মধ্যে এই পদক ও স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist