reporterঅনলাইন ডেস্ক
  ২০ মার্চ, ২০১৮

আইইউবিএটিতে পাই দিবস অনুষ্ঠিত

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) ১৪ মার্চ বুধবার এ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা এবং অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় পাই-দিবস। আনন্দ ও উৎসাহের সঙ্গে গণিতচর্চা উদ্বুদ্ধ করার জন্য কোয়ানট্রিটেটিভ সায়েন্স বিভাগের উদ্যোগে পাই-দিবস ২০১৮ এর আয়োজন করা হয়।

আইইউবিএটির উপ-উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মো. জাহিদ হোসেন ও রেজিস্ট্রার প্রফেসর ড. এম এ জব্বার সমাপনী অনুষ্ঠানে উপস্তিত ছিলেন। পাই-ইন-লাইফ পোস্টার প্রতিযোগিতা অংশগ্রহণকারী ৩ জন এবং পাই ডে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩ শিক্ষার্থীকে কৃতিত্বের জন্য পুরস্কার ও সনদ দেওয়া হয়। ২০১৫ সালের গণিত অলিম্পিয়ার্ডে বিজয়ীদেরও একই সঙ্গে পুরস্কার ও সনদ দেওয়া হয়। প্রফেসর আনোয়ার হোসেন ২০১৫ সালের গণিত অপিম্পিয়ার্ডের ওপর আলোচনা করেন। অনুষ্ঠানের আহ্বয়ক ড. রাজিব লোচন দাস বলেন, গণিতে পাইয়ের ব্যবহারের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বর্ণাঢ্য এবং আনন্দঘন পরিবেশে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন ছাত্রছাত্রীদের মন থেকে গণিতে প্রতি ভীতি কমিয়ে আনতে সহায়ক হবে বলে সবাই মনে করেন। প্রফেসর জব্বার বলেন, গণিত অর্থনীতি এবং আরো কিছু বিষেয়েও পাইয়ের গুরুত্ব রেয়েছে। অনুষ্ঠানের শেষে পাইয়ের ওপর একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist