আন্তর্জাতিক ডেস্ক

  ২০ নভেম্বর, ২০১৭

কাশ্মীরে যৌথ অভিযানে ৬ সন্ত্রাসী নিহত

ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের বান্দিপোরা জেলায় সাঁড়াশি অভিযানে লস্কর-ই-তৈয়বার দুই কমান্ডার এবং মুম্বাই হামলার পরিকল্পনাকারী জাকিউর রহমান লাকভির ভাতিজাসহ ছয় সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজ্যের জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা।

এনডিটিভির খবরে বলা হয়, যৌথ এ অভিযানে অংশ নেওয়া বিমানবাহিনীর একজন কমান্ডো নিহত হয়েছেন। এ ছাড়া এক সেনাসদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর ওই অভিযানকে ‘বিশাল সাফল্য’ দাবি করে জম্মু-কাশ্মীর পুলিশের মহাপরিচালক (ডিজিপি) শেশ পাল বাইদ বলেন, ‘পরাস্ত করা সন্ত্রাসীদের সবাই পাকিস্তানি।’

চলতি বছর কাশ্মীরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১৭০ জনের মতো সন্ত্রাসী নিহত হয়েছে।

শনিবারের অভিযানে নিহত ওয়াইদ শুধু লস্কর কমান্ডার লাকভির ভাতিজা নন, তিনি একই সঙ্গে সন্ত্রাসী সংগঠন জামাত-উদ-দাওয়ার সেকেন্ড-ইন-কমান্ড আবদুল রহমান মাক্কির ছেলে। নিহত দুই লস্কর কমান্ডার হলেন জারগাম ও মেহমুদ বাঈ।

অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর শাখা রাষ্ট্রীয় রাইফেলস, রাজ্য পুলিশের সন্ত্রাসবিরোধী স্কোয়াড ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের সদস্যরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist