আন্তর্জাতিক ডেস্ক

  ২২ জুন, ২০১৭

মধ্য আফ্রিকায় শান্তিচুক্তির পরদিনই সংঘর্ষে নিহত ৪০

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে অস্ত্রবিরতি চুক্তির একদিন পরেই ফের তীব্র সংঘর্ষ বেধেছে। গত মঙ্গলবারের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

সহায়তা ও নিরাপত্তা সূত্রে জানা গেছে, দেশটির মধ্যাঞ্চলীয় ব্রিয়ার শহরে খ্রিস্টান ‘এনটি-বালাকা’ বিদ্রোহী ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিদ্রোহী গোষ্ঠীগুলোর সমন্বয়ে গঠিত সেলেকার মধ্যে এ সংঘর্ষ বাধে। সিএআর সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলো সোমবার অস্ত্রবিরতিতে সম্মত হওয়ার একদিন পরই ফের এই সহিংসতা দেখা দেয়। রোমে ক্যাথলিক কমিউনিটি সান্টা’এগিদিওর মধ্যস্থতায় পাঁচদিন আলোচনার পর চুক্তিটি হয়েছিল। চুক্তির আওতায় অবরোধ ও হামলা বন্ধের বিনিময়ে সশস্ত্র গোষ্ঠীগুলোকে রাজনীতিতে প্রতিনিধিত্ব করার ব্যাপারে সম্মতি জানানো হয়।

ব্রিয়ার শহরের এক প্রকল্প সমন্বয়ক মুমুজা মুহিন্দো মুসুবাহো এক বিবৃতিতে জানান, মঙ্গলবার ভোরে ফের নতুন করে সংঘর্ষ ও সহিংসতা শুরু হয়েছে। এতে বেশ কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

সংস্থাটি জানায়, এই ঘটনায় ৪৩ জন আহত হয়েছে। মুসলিম সেলেকা জোটের শরিক পপুলার ফ্রন্ট ফর দি রিপাবলিক (এফপিআরসি)’র মুখপাত্র জামিল বাবানানি বলেন, ‘আমাদের অন্তত এক যোদ্ধা নিহত ও ২০ জন আহত হয়েছেন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist