প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৮ এপ্রিল, ২০২৪

বিবিসির প্রতিবেদন

ইউক্রেন যুদ্ধে ৫০ হাজার ছাড়াল নিহত রুশ সেনাসংখ্যা

ইউক্রেন সঙ্গে দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ৫০ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তবে এ সংখ্যা নিয়ে রুশ কর্তৃপক্ষ কোনো কথা বলেনি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই মৃত্যুর সংখ্যা গণনা করে আসছে বিবিসি রাশিয়ান, স্বাধীন মিডিয়া গ্রুপ মিডিয়াজোনা এবং স্বেচ্ছাসেবীরা।

রাশিয়ার কবরস্থানে সৈন্যদের কবর, বিবিসির নিজস্ব প্রতিবেদন, পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমের মতো উন্মুক্ত উৎস থেকে পাওয়া তথ্য এই পরিসংখ্যান তৈরিতে ব্যবহার করা হয়েছে। বিবিসি জানায়, দুই বছরের যুদ্ধে রুশ সেনা নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। যুদ্ধের প্রথম বছরে যত সেনা নিহত হয়েছে, তার চেয়ে পরবর্তী বছরে ২৫ শতাংশ সেনা বেশি নিহত হয়েছে। দ্বিতীয় বছরে রুশ সেনা নিহত হয়েছে ২৭ হাজার ৩০০ জনের বেশি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close