প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ৩০ মার্চ, ২০২৪

অরুণাচল নিয়ে উত্তেজনা থামছে না ভারত-চীনের

অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। বেইজিং যতবারই অরুণাচলকে নিজেদের বলে দাবি করুক, সেই দাবি ভিত্তিহীন ও হাস্যকর। ফের নিজেদের অবস্থান স্পষ্ট করে এ বার্তা দিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বারবার চীনের ভিত্তিহীন দাবি অর্থহীন।

সম্প্রতি নতুন করে উত্তর-পূর্ব ভারতের এ রাজ্যকে নিজের বলে দাবি তুলেছে চীন। বেইজিংয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, ভারতের নয় বরং চীনের অংশ অরুণাচল। এরপর ভারতের পক্ষ থেকে জানানো হয়, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। চীনের দাবি শুধু অযৌক্তিক ও ভিত্তিহীন নয়, হাস্যকরও বটে।

রণধীর জয়সওয়াল স্পষ্ট করে বলেন, অরুণচল নিয়ে আমাদের অবস্থান শুরু থেকেই এক। বারবার সে কথা বলাও হয়েছে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। চীন যাই বলুক আমাদের অবস্থান বদলাবে না।

সম্প্রতি দুবার অরুণাচকে নিজেদের অংশ বলে দাবি করেছে চীন। দেশটির দাবি, ওই ভূখণ্ডের প্রকৃত নাম ‘জাংনান’। সেটা চীনের অংশ। যদিও চীনের সেই দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রও। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অরুণাচল প্রদেশ নিয়ে চীন অযৌক্তিক দাবি করছে। চীনের সঙ্গে সীমান্ত থাকা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল সবসময়ই ‘ভারতের অবিচ্ছেদ্য এবং অখণ্ড অংশই’ থাকবে।

অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে আসছে চীন। তবে ভারত এ দাবি প্রত্যাখ্যান করে আসছে। তাদের দাবি, অরুণাচল প্রদেশ বরাবরই ভারতের অংশ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল গত মঙ্গলবার বলেন, বিষয়টি নিয়ে বারবার ভিত্তিহীন দাবি করলেই এ ধরনের দাবি কোনো বৈধতা পেয়ে যায় না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close