প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৬ মার্চ, ২০২৪

ভারতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

ভারতে সিএএ কার্যকর নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। কীভাবে ভারতে এই আইন বলবৎ করা হচ্ছে সেদিকে কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

২০১৯ সালে দেশটিতে সংশোধিত নাগরিকত্ব আইন আনে নরেন্দ্র মোদি সরকার। পাশ হয়ে যাওয়ার পরে ৪ বছর কেটে গেলেও করোনার জেরে এই আইন কার্যকর করা যায়নি। লোকসভা ভোটের আবহে গত সোমবার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে সিএএ চালু করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর হিন্দুস্তান টাইমসের

এরপরই এই আইনের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপিবিরোধী দলগুলো। এই আইনের মাধ্যমে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে বলে দাবি করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরাও জানান, তাদের রাজ্যে সিএএ কার্যকর করতে দেবেন না। তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দাবি, সিএএ নিয়ে রাজনীতি করছেন মমতা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close