প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

ন্যাটোতে যেতে সব বাধা কাটল সুইডেনের

মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে সুইডেনের সদস্য হওয়ার প্রক্রিয়ায় সব বাধা কেটে গেছে। সোমবার সুইডেনের পক্ষে সায় দিয়েছে হাঙ্গেরির পার্লামেন্ট। হাঙ্গেরির ভোট সুইডেনের নিরাপত্তানীতির পরিবর্তন ঘটাতে কয়েক মাস বিলম্বের অবসান ঘটিয়েছে এবং শুক্রবার সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সফরের পর দুদেশ একটি অস্ত্র চুক্তি স্বাক্ষর করেছে।

সুইডেনের ন্যাটোতে সদস্যপদের জন্য হাঙ্গেরির পার্লামেন্টে ১৮৮ জন আইনপ্রণেতা সমর্থন দেয়। এতে বিরোধিতা করেন ৬ জন এবং সব আইনপ্রণেতাই ভোট দেন। এতে করে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সরকার ন্যাটো মিত্রদের চাপের মুখে পড়ে এবং ন্যাটো জোটে সুইডেনের পক্ষে সায় জানায়। নানামুখী আলোচনা-সমালোচনার পর ন্যাটো জোটের সদস্য হতে গত বছর আনুষ্ঠানিক আবেদন করেছিল সুইডেন ও ফিনল্যান্ড। এর মধ্য দিয়ে দেশ দুটি কয়েক দশকের নিরপেক্ষতার নীতি ত্যাগ করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close