প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৪ ফেব্রুয়ারি, ২০২৪

অবশেষে বাতিল হলো মণিপুর হাইকোর্টে সেই অনুচ্ছেদ

২০২৩ সালের মার্চে এক আদেশে মণিপুর রাজ্যে তফসিলি উপজাতি সম্প্রদায়ের তালিকায় মেইতেই সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশের জেরেই উত্তপ্ত হয়ে উঠেছিল পার্বত্য রাজ্য। জাতিগত সহিংসতায় ২০০ জনেরও বেশি প্রাণ হারিয়েছিলেন। এবার সেই অনুচ্ছেদ বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে মণিপুর হাইকোর্ট। সম্প্রতি এক পর্যালোচনা পিটিশনের শুনানির সময় নির্দেশটি প্রত্যাহার করা হয়।

গত বছরের রায়ের বিতর্কিত অনুচ্ছেদে, মণিপুরের মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতি সম্প্রদায়ে অন্তর্ভুক্তির বিবেচনা ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশ বিবেচনা করতে চার সপ্তাহের সময়সীমাও বেঁধে দিয়েছিল মণিপুর উচ্চ আদালত। বুধবার (২১ ফেব্রুয়ারি) সেই নির্দেশই বাতিল করে রায়ে তফসিলি উপজাতি তালিকা সংশোধনের জন্য ভারত সরকারের নির্ধারিত পদ্ধতির দিকে ইঙ্গিত করা হয়েছে।

১৯ পৃষ্ঠার রায়ে বলা হয়েছে, কোনো নির্দিষ্ট জাতি, উপজাতি কি না সেটা বিচার করার এখতিয়ার আদালতের নেই। অনুচ্ছেদ ৩৪১ এবং ৩৪২-এর অধীনে জারি করা রাষ্ট্রপতির আদেশে উল্লেখ করা আছে, এগুলো বিবেচনার যাবতীয় দায়িত্ব সংসদের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close