প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ৩১ জানুয়ারি, ২০২৪

এক সপ্তাহে তৃতীয়বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

পশ্চিম উপকূল থেকে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এ নিয়ে প্রায় এক সপ্তাহে তৃতীয়বারের মতো ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পিয়ংইয়ং। খবর রয়টার্সের। কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার মধ্যেই আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। তবে কী ধরনের এবং কয়টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। এর আগে রবিবার সিনপো বন্দরের কাছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পিয়ংইয়ং।

এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেন, দেশটির স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকাল ৭টায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। বিবৃতিতে আরো বলা হয়, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্তৃপক্ষ বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করছে এবং এর বিস্তারিত জানার চেষ্টা করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close