প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৩ জানুয়ারি, ২০২৪

চীনে ভয়াবহ ভূমিধস নিখোঁজ ৪৭

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনানের ঝাওতং শহরের দুই পার্বত্য গ্রামে ভয়াবহ ভূমিধসে অন্তত ১৮টি বাড়ি মাটিচাপা পড়েছে এবং সেসব বাড়িতে বসবাসকারী লোকদের মধ্যে ৪৭ জন এখনো নিখোঁজ রয়েছে। গতকাল সোমবার স্থানীয় সময় ভোর ৫টা ৫১ মিনিটে ঘটেছে এই ধস।

মাটি ও বরফচাপা এই বাড়িগুলো পাহাড়ের পাদদেশে ছিল। ঘটনাস্থল থেকে অন্তত ৫০০ জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে চীনের দুই সরকারি সংবাদমাধ্যম সিনহুয়া এবং সিসিটিভি। স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী সিসিটিভিকে বলেন, পাহাড় থেকে মাটি-পাথর ও বরফধসের কারণে এই বাড়িঘরগুলো চাপা পড়েছে। আমার পরিবারের চার ন সদস্য ওই ধ্বংসস্তূপের নিচে রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close