প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৯ জুন, ২০২৩

জ্বালানি ইস্যুতে পুতিন-সালমান ফোনালাপ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে জ্বালানি তেলের দাম এবং আরো কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে বুধবার (৭ জুন) টেলিফোনে আলোচনা করেছেন। পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিনের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে মঙ্গলবার বন্দরনগরী জেদ্দায় বৈঠক করার এক দিন পর পুতিনের সঙ্গে ফোনালাপ করলেন সৌদি যুবরাজ। ক্রেমলিন থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি এবং বিনিয়োগ, ট্রান্সপোর্ট লজিস্টিকস ও জ্বালানি খাতে প্রতিশ্রুত যৌথ প্রকল্প বাস্তবায়নের বিষয় নিয়ে আলোচনা করেন। ইরানের সংবাদমাধ্যম পার্সটুডের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close