প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৪ জুন, ২০২৩

যৌথ নৌবাহিনী গড়ছে মধ্যপ্রাচ্যের চার দেশ

ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান পারস্য উপসাগরে সামুদ্রিক নিরাপত্তা বাড়ানোর জন্য একটি যৌথ নৌবাহিনী গঠন করছে। কাতারি সংবাদ ওয়েবসাইট আল-জাদিদ শুক্রবার এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে। আল-জাদিদের মতে, পারস্য উপসাগরে নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চার দেশের মধ্যে এ বিষয়ে কথোপকথন কয়েছে। এতে সাহায্যকারী হিসেবে কাজ করেছে চীন। জিসিসির (গাল্ফ কো-অপারেশন কাউন্সিল) সদস্য ওমানের মধ্যস্ততায় সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রেখেছে ইরান।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুসারে, ৩১ মে সংযুক্ত আরব আমিরাত লোহিত সাগর এবং পারস্য উপসাগরে পরিচালিত মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ মেরিটাইম বাহিনী থেকে তাদের প্রত্যাহার করে নিয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close