প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ৩১ মার্চ, ২০২৩

মন্দার দিকে এগোচ্ছে রুশ অর্থনীতি

গত বছর ইউক্রেনে আক্রমণের পর তেল ও প্রাকৃতিক গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে মস্কোর মুনাফা বেড়েছিল। কিন্তু সেদিন এখন আর নেই। যুদ্ধ যখন দ্বিতীয় বছরে চলমান এবং পশ্চিমা নিষেধাজ্ঞার জোরালো প্রভাব পড়তে শুরু করেছে, রুশ সরকারের রাজস্ব আয় কমে আসছে এবং দেশটির প্রবৃদ্ধি দীর্ঘ মেয়াদে নিম্নগামী হচ্ছে।

রাশিয়ার বৃহত্তম রপ্তানি পণ্য গ্যাস ও তেল বড় আমদানিকারকদের হারিয়েছে। সরকারের কোষাগারেও চাপ পড়ছে। নভেম্বর থেকে ডলারের বিপরীতের রুশ মুদ্রা রুবলের দরপতন হয়েছে ২০ শতাংশের বেশি। তরুণদের সেনাবাহিনীতে নিয়োগ বা দেশ ছেড়ে পালানোর কারণে শ্রমশক্তি কমে গেছে। ব্যবসায় বিনিয়োগে ছড়িয়ে পড়েছে অনিশ্চয়তা। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের এক সাবেক কর্মকর্তা বলেন, রাশিয়ার অর্থনীতি দীর্ঘ মেয়াদের মন্দার দিকে ঝুঁকছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close