প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৭ মার্চ, ২০২৩

কৃষ্ণসাগরে মার্কিন ড্রোনের ধ্বংসাবশেষ খুঁজবে রাশিয়া

কৃষ্ণসাগরে ভেঙে পড়া মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনের ধ্বংসাবশেষ খুঁজবে রাশিয়া। রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ এ কথা জানিয়েছেন।

এর আগে গত মঙ্গলবার রাশিয়ার সুখোই-২৭ যুদ্ধবিমানের বেপরোয়া তৎপরতায় যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার ড্রোন ভেঙে কৃষ্ণসাগরে পড়ে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এমকিউ-৯ রিপার নামের ড্রোনটি ওই এলাকায় নজরদারি করছিল। যুক্তরাষ্ট্রের অভিযোগ, আন্তর্জাতিক আকাশসীমায় অভিযানে অংশ নেওয়ার সময় রুশ যুদ্ধবিমানের প্রপেলারের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ড্রোনটি। পরে তারা সেটি ভূপাতিত করতে বাধ্য হয়। রাশিয়ার এ পদক্ষেপ ‘অনিরাপদ ও অপেশাদার’। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে। এ বিষয়ে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে নিকোলাই পাত্রুশেভ বলেন, ‘আমি জানি না, আমরা শেষ পর্যন্ত এ কাজে সফল হব কি না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close