প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ৩১ জানুয়ারি, ২০২৩

ইরানে ২৬ দিনে ৫৫ মৃত্যুদণ্ড কার্যকর

চলতি বছরের প্রথম ২৬ দিনে ৫৫ মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান সরকার। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নরওয়ের মানবাধিকার সংস্থা ‘আইএইচআর’। আইএইচআর বলছে, জানুয়ারির প্রথম ২৬ দিনে ৫৫ মৃত্যুদণ্ড নিশ্চিত করেছে ইরান। সংস্থাটির দাবি, হিজাব বিতর্ক ঘিরে বিক্ষোভকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই এ পদক্ষেপ নিয়েছে ইরান প্রশাসন। তবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ৫৫ জনই হিজাব বিতর্কে অংশ নেননি। আরেক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, হিজাব বিক্ষোভে অংশ নেওয়ার কারণে এ মাসে এ পর্যন্ত চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে কনিষ্ঠতমের বয়স ১৮ বছর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close