প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৪ জানুয়ারি, ২০২৩

বিক্ষোভে উত্তাল ইসরায়েল

হুমকিতে গণতান্ত্রিক শাসন * কমছে বিচার বিভাগের ক্ষমতা * বরখাস্ত স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারের অবসানের দাবিতে রাজধানী তেল আবিবে বিক্ষোভ করেছে আনুমানিক এক লাখ ১০ হাজার মানুষ। বিক্ষোভ-মিছিল ছড়িয়ে পড়ে নগরীর কেন্দ্রস্থলজুড়ে। গত এক দশকের মধ্যে ইসরায়েলে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভগুলোর অন্যতম বিক্ষোভ এটি।

ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে উগ্র-ডানপন্থি এই নেতানিয়াহুর সরকারে আছে অতিমাত্রায় জাতীয়তাবাদী ও ধর্মীয় কট্টরপন্থিরা। বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বিরুদ্ধে গণতান্ত্রিক শাসনকে হুমকির মুখে ফেলার অভিযোগ করছেন।

এক বিক্ষোভকারী বিবিসিকে বলেন, এই সরকার বিপজ্জনক। এই সরকার নারীদের জন্য, এলজিবিটিকিউ সম্প্রদায়ের জন্য এমনকী গরিব মানুষদের জন্যও ভালো হবে না; আর ফিলিস্তিনিদের জন্য তো অবশ্যই নয়। ইসরায়েলের চারটি ভিন্ন নগরীতে দ্বিতীয় সপ্তাহের মতো এত বড় গণবিক্ষোভ চলে। নেতানিয়াহুর সরকার আদালত সংস্কারের যে পরিকল্পনা নিয়েছে, তার বিরুদ্ধেই ফুঁসে উঠেছে মানুষ।

বিচারবিভাগের ক্ষমতা আমূল কমানোর পরিকল্পনা করেছে সরকার। এতে বিচার বিভাগের স্বাধীনতা মারাত্মকভাবে খর্ব হবে, দুর্নীতির বিস্তার ঘটবে এবং সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ন হবে বলে সমালোচনা করছেন সরকার-বিরোধীরা। বিচারবিভাগের ক্ষমতা কমানো হলে পার্লামেন্টের সদস্যরা ভবিষ্যতে আদালতকে উপেক্ষা করে এমন সব আইন পাস করতে পারবেন, যা আদালত এর আগে খারিজ করে দিয়েছে।

সরকারের এই পরিকল্পনার বিরোধীরা বলছেন, এর ফলে ইসরায়েলে যে গণতান্ত্রিক ‘চেক অ্যান্ড ব্যালান্স’ বা ক্ষমতার ভারসাম্য আছে, তা হুমকির মুখে পড়বে। নেতানিয়াহু সরকার সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগেও রাজনীতিবিদদের ভূমিকা আরো বাড়ানোর পরিকল্পনা করেছে। যাতে মন্ত্রীরা তাদের নিজস্ব আইনি উপদেষ্টা নিয়োগ করতে পারেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close