প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২২ জানুয়ারি, ২০২৩

আফগানিস্তানে প্রচণ্ড ঠাণ্ডায় ৭৮ প্রাণহানি

দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের মধ্যে এবার আফগানিস্তানে সবচেয়ে বেশি শীত পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) জানায়, আফগানিস্তানে এবারের তীব্র শীতে এরই মধ্যে ৭৮ জন প্রাণ হারিয়েছেন।

কর্মকর্তারা জানান, দেশটির ৩৪টি প্রদেশের মধ্যে আটটিতেই ঠাণ্ডাজনিত কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ১৫ বছরের মধ্যে এবারই আফগানিস্তানে সবচেয়ে বেশি শীত পড়েছে। চরম অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটির তাপমাত্রা পৌঁছেছে মাইনাস ৩৪ ডিগ্রি সেলসিয়াসে (মাইনাস ২৯ দশমিক ২ ডিগ্রি ফারেনহাইট)।

আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জরুরি অবস্থা বিষয়ক কেন্দ্রর প্রধান আবদুল্লাহ আহমাদি বলেন, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরো কমবে। তাই ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সাহায্যের কথা বিবেচনা করা প্রয়োজন। গত সপ্তাহে ইউএন অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ইউএনওসিএইচএ) জানায়, নারী কর্মীদের ওপর বিধিনিষেধের কারণে সহায়তা বিতরণের প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close