প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৫ সেপ্টেম্বর, ২০২২

ইউক্রেনে আবারও গণকবরের সন্ধান

ইউক্রেনের ইজিয়ুমে আরও তিনটি নতুন গণকবরের সন্ধান মিলেছে। শুক্রবার, ইউক্রেনীয় সেনারা কবরগুলোর সন্ধান পায়। খবর এপির।

খারকিভের স্থানীয় সরকার জানায়, গণকবরগুলো থেকে উদ্ধার হয়েছে কমপক্ষে ৪৩৬টি দেহাবশেষ। যার মধ্যে ৩০ টির বেশি লাশে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের মধ্যে ২১ জনই ইউক্রেনীয় সেনা।

প্রশাসনের দাবি, নির্যাতন করে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তাদেরকে। হাত বাঁধা অবস্থাতেই কবরে লাশগুলো মিলেছে বলে দাবি কিয়েভের। লাশ তুলে মৃত্যুর কারণ শনাক্ত করতে কাজ করছে কর্তৃপক্ষ। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করতে চলছে ডিএনএ নমুনা পরীক্ষার প্রক্রিয়া। সম্প্রতি রুশ বাহিনীর কাছ থেকে দখলমুক্ত করার পর থেকে বেশ কয়েকটি গণকবরের সন্ধান মিলেছে ইজিয়ুমে।

এর আগে, গত ১৫ সেপ্টেম্বর একটি গণকবরের সন্ধান পায় দেশটির নিরাপত্তা বাহিনী। ওইদিনই রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি তার দৈনিক ভিডিও বার্তায় জানিয়েছিলেন, খারকিভ অঞ্চলের ইজিয়ামে একটি গণকবর পাওয়ার কথা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close