প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১২ আগস্ট, ২০২২

রয়টার্স-ইপসোসের জরিপ

প্রেসিডেন্ট বাইডেনের জনপ্রিয়তা বেড়েছে

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে। এ সপ্তাহে রয়টার্স/ইপসোস পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, ৪০ শতাংশ মার্কিনি বাইডেনের পারফম্যান্সে খুশি। গত জুন মাসের শুরুর দিক থেকে যা এখন পর্যন্ত সর্বোচ্চ। মঙ্গলবার (৯ আগস্ট) ওই জরিপের ফল প্রকাশ করা হয়।

দেশজুড়ে পরিচালিত দুদিনের এ জরিপে দেখা গেছে, এতে অংশ নেওয়া ডেমোক্রেটিক পার্টির ৭৮ শতাংশ সমর্থক বাইডেনের ওপর খুশি। গত মাসে এ সংখ্যা ছিল ৬৯ শতাংশ। তবে এ সপ্তাহে জরিপে অংশগ্রহণকারী রিপাবলিকান পার্টির সমর্থকদের মধ্যে মাত্র ১২ শতাংশ বাইডেনকে অনুমোদন দিয়েছেন। কয়েক সপ্তাহ ধরে এ সংখ্যা কমবেশি একই রকম আছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close