প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১১ আগস্ট, ২০২২

১১ জনকে হত্যা করেছে রাশিয়া

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে মঙ্গলবার রাতভর হামলার চালানোর অভিযোগ করেছে কিয়েভ। এতে ১১ জন নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। বিবিসি।

ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের গভর্নর ভ্যালেন্টিন রেজনিচেঙ্কো ১১ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে রুশ পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, এ ধরনের নিষেধাজ্ঞা রাশিয়ার জন্য পরিস্থিতিকে আরও কঠিন করে তুলবে। তবে তার এমন আহ্বানে তাৎক্ষণিকভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ক্রেমলিন।

ইউক্রেনে রুশ অভিযানের পরও যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রবেশের সুযোগ পাচ্ছে রুশ ভ্রমণকারীরা। নিষেধাজ্ঞা সত্ত্বেও বৈশ্বিক ব্যবসায়িক সম্পর্ক ধরে রেখেছে রাশিয়া। মিসর, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশে ছুটি কাটাতে যায় রুশ পর্যটকরা।

এদিকে ক্রিমিয়ার স্বাস্থ্য দফতর জানিয়েছে, রুশ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় এক বেসামরিকের নিহত ও অপর আটজন আহত হয়েছে। ঘটনার চারপাশে পাঁচ কিলোমিটার এলাকায় মানুষ ও যান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

হামলায় ইউক্রেনের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন মিখাইলো পডোলিয়াক। এই বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই না।

এতে আমাদের করার কী আছে? দখলদারিত্বে বসবাস করা মানুষরা বুঝতে পারছে দখলদারদের দিন শেষ হয়ে আসছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close