প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৬ আগস্ট, ২০২২

থাইল্যান্ডে নাইট ক্লাবে আগুন নিহত ১৩

থাইল্যান্ডের একটি নাইট ক্লাবে আগুন লেগে ১৩ জন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। এ পর্যন্ত শনাক্ত হওয়া হতাহতদের সবাই থাই নাগরিক।

পুলিশ জানিয়েছে, রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বাঞ্চলের চোনবুড়ি প্রদেশে ঘটনাটি ঘটেছে।

এখনো অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

কর্নেল উত্তিপং সোমজাই জানান, টেলিফোনে মাউন্টেন বি নাইটক্লাবটিতে রাত ১টার দিকে আগুন লাগার খবর পান তারা। ভুক্তভোগী সবাই থাইল্যান্ডের নাগরিক।

দেশীয় টিভি চ্যানেলগুলোর ফুটেজে দেখা যায়, ক্লাব থেকে দৌড়ে বেরিয়ে আসছেন লোকজন। জরুরি সেবা বিভাগের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। পুড়ে যাওয়া নাইট ক্লাবের মেঝেতে জুতা ও বোতল ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে।

আইএনএন নিউজের বরাত দিয়ে ব্যাংকক পোস্ট জানিয়েছে, নিহতদের মধ্যে ৯ জন পুরুষ ও ৪ জন নারী। উদ্ধাকর্মীরা বলছেন, আহত হয়েছেন আরো ৪১ জন। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হতাহত ব্যক্তিদের পরিবারকে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী প্রিয়ুথ চ্যান ওচা। দেশজুড়ে বিনোদনকেন্দ্রগুলোতে উপযুক্ত বহির্গমন পথ ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতেও আহ্বান জানিয়েছেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close