প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২২ জুন, ২০২২

মালদ্বীপে ভারতীয় হাইকমিশনে হামলা

মালদ্বীপের রাজধানী মালেতে ভারতীয় হাই কমিশন আয়োজিত একটি অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুড়েছে ও পিপার স্প্রে করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অনুষ্ঠানের আয়োজকদের এক জন জানিয়েছেন, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মালের একটি স্টেডিয়ামে যোগব্যায়ামের ব্যবস্থা করা হয়েছিল। এতে দেড় শতাধিক মানুষ অংশ নেয়। এদের মধ্যে কূটনীতিক ও সরকারি কর্মকর্তারা ছিলেন। এক পর্যায়ে কিছু লোক সেখানে হামলা চালায়।

এর আগে বিক্ষোভকারীরা যোগব্যায়ামের বিরুদ্ধে প্ল্যাকার্ড বহন করেছিল। তাদের দাবি, যোগব্যায়াম ইসলামের নীতির পরিপন্থী।

পুলিশ সুপার ফাথমাথ নাশওয়া জানিয়েছেন, পুলিশ দাঙ্গা বিরোধী ব্যবস্থা নিয়েছিল। ভীড় নিয়ন্ত্রণ করতে ও এলাকা সুরক্ষিত করতে পিপার স্প্রে এবং টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ বলেছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close