প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৫ মে, ২০২২

পুতিনকে তিরস্কার দুতার্তের

ইউক্রেনে নিরীহ বেসামরিক মানুষকে হত্যার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচনা করেছেন ফিলিপাইনের বিদায়ি প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। খুনি হিসেবে পুতিনের সঙ্গে নিজের তুলনা নিয়েও কথা বলেছেন তিনি। দুতার্তে বলেছেন, ‘আমি অপরাধীদের হত্যা করি। আমি শিশু ও বয়স্কদের হত্যা করি না।’

ইউক্রেনে রুশ আগ্রাসনের ঘটনায় মঙ্গলবার প্রথমবারের মতো পুতিনের সমালোচনা করেছেন ফিলিপাইনের বিদায়ী প্রেসিডেন্ট। খবর আলজাজিরার। বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধির জন্যও এই যুদ্ধকে দায়ী করেছেন তিনি। এই দাম বৃদ্ধির ফলে ফিলিপাইনসহ বিশ্বের বহু দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুতার্তে বলেন, তিন রুশ প্রেসিডেন্টের নিন্দা করছেন না। তবে ইউক্রেনে আক্রমণকে ক্রেমলিন যেভাবে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে আখ্যায়িত করেছে তার সঙ্গে তিনি একমত নন।

দুয়ার্তে বলেন, এটি বাস্তবিকই ‘একটি সার্বভৌম জাতির’ বিরুদ্ধে একটি পূর্ণ মাত্রার যুদ্ধ।

পুতিনকে ‘বন্ধু হিসেবে’ সম্বোধন করে তিনি ইউক্রেনের আবাসিক এলাকায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানান। হামলা শুরুর আগে নিরীহ বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়ারও আহ্বান জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close