প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৫ মে, ২০২২

চাঁদের মাটিতে গাছ

চাঁদ থেকে আনা মাটিতে এ প্রথম চারাগাছ গজালো। যুক্তরাষ্ট্রের গবেষকরা ঘটালেন এ যুগান্তকারী ঘটনা। ১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত অ্যাপোলো ১১, ১২ ও ১৭ মিশনে চাঁদ থেকে সংগ্রহ করা মাটিতে অ্যারাবাইডোপসিস নামের একটি গুল্মের বীজ থেকে চারা গজিয়েছে। খবর বিবিসির।

এ এক্সপেরিমেন্ট করেছেন মহাকাশে গাছের বৃদ্ধি নিয়ে গবেষণার জন্য খ্যাত আইএফএএসের বিজ্ঞানী অ্যানা-লিসা পল ও রব ফার্ল। তারাই নাসার কাছ থেকে ধার হিসেবে ১২ গ্রাম চাঁদের মাটি নিয়েছিলেন। এরপর একটি প্লাস্টিকের ট্রেতে এক গ্রাম করে মাটি ভাগ করে রাখেন। তাতে বীজ দেওয়ার পর তারা পানি ও কিছু পুষ্টি উপাদান যোগ করেন। তাতেই ধীরে ধীরে বেড়ে ওঠে চারাগুলো।

তবে চারাগুলো বেড়ে উঠেছে বেশ ধীরে। এর কারণ ব্যাখ্যা করে পল জানালেন, ‘চারাগুলো চাঁদের মাটির সঙ্গে সহজে খাপ খাওয়াতে পারেনি।’

‘নাসার ভবিষ্যতের মানব-মিশনগুলোর জন্য এ গবেষণা খুব গুরুত্বপূর্ণ। মহাকাশে গবেষণা চালানোর জন্য নভোচারীদের খাদ্য উৎপাদনে মঙ্গল কিংবা চাঁদের উপাদানের দিকেই নজর দিতে হবে।’ বিবিসিকে এমনটা জানালেন নাসার প্রধান বিল নেলসন।

উল্লেখ্য, নাসা এ পর্যন্ত চাঁদ থেকে বিভিন্ন অভিযানে ৩৮২ কেজি নুড়ি, পাথর, বালিমাটি সংগ্রহ করেছে। সর্বশেষ ১৯৭২ সালের পর আর চাঁদে কোনো অভিযান চালায়নি নাসা। তবে ২০২৫ সালে আবারও চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা আছে সংস্থাটির।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close