প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১১ মে, ২০২২

ইউক্রেন যুদ্ধে ২৬ হাজার রুশ সেনা নিহত

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার প্রায় ২৬ হাজার সেনা নিহত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে প্রায় ৩৫০ রুশ সেনা। ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে জাতিসংঘ মানবাধিকার সংস্থা জানিয়েছে, দেশটিতে যুদ্ধে ৩৩৮১ বেসামরিক নরাগরিক নিহত হয়েছে বলে প্রকাশ পেলেও প্রকৃত নিহত আরও কয়েক হাজার বেশি। খবর বিবিসি ও আলজাজিরার।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত ১ হাজার ১৭০টি ট্যাঙ্ক, ২ হাজার ৮০৮টি সামরিক যান, ১৯৯টি প্লেন এবং ১৫৮টি হেলিকপ্টার হারিয়েছে রাশিয়া। মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এদিকে সম্প্রতি দেশটির মারিউপোল শহরের কাউন্সিল টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে একটি গণকবর দেখানো হয়েছে এবং বলা হয়েছে, শত শত বেসামরিক নাগরিক রুশ বাহিনীর হাতে নিহত হয়েছে। তাদের সেখানে মাটি চাপা দেওয়া হয়েছে।

ভিডিওতে তাড়াহুড়া করে খনন করা কবরের সারি দেখা গেছে এবং বেশ কয়েকটি ব্যাগের মধ্যে মরদেহ পাওয়া গেছে। কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, ভিনোহরাদনে শহরের কাছে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। এটি মারিউপোল থেকে ১৪ কিলোমিটার (৮ মাইল) পূর্বে অবস্থিত।

অপরদিকে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, দেশটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর তীব্র সম্ভাবনা রয়েছে। মস্কোর বিজয় দিবসের প্যারেডকে সামনে রেখে রাশিয়া এমন পরিকল্পনা করছে বলে ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফও জানিয়েছে যে, রাশিয়ার নিয়ন্ত্রিত অঞ্চল জাপোরিঝঝিয়ায় রুশ সৈন্যরা সঙ্গত কারণ ছাড়াই স্থানীয় জনগণের কাছ থেকে ব্যক্তিগত নথি বাজেয়াপ্ত করতে শুরু করেছে।

ওদেসায় সুপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা : ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওদেসায় সফরে থাকার সময় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বেজে ওঠায় বোম্ব শেল্টারে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী দেনিশ শিমাইহাইল ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট শার্লে মিশেল। ওদেসায় সোমবার রাশিয়ার ছোড়া সাতটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং এতে একজন নিহত ও পাঁচ জন আহত হয়েছে বলে নগরীর গভর্নর সেরহি ব্রাচুক জানিয়েছেন। ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় একটি শপিং সেন্টার ও একটি ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক টুইটে ওই পরিস্থিতি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শিমাইহাইল, “ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক সঙ্কেত বেজে ওঠায় আজ (শার্লে মিশেলের) সঙ্গে আমাদের দাপ্তরিক বৈঠক বিঘিœত হয়েছে, হামলাকারীরা ওদেসার কাছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

“বোম্ব শেল্টারে বসে রাশিয়াকে কীভাবে থামানো যায় এবং ইউক্রেইনের পুনর্গঠনের বিষয়ে যৌথ পদক্ষেপ নিয়ে আলোচনা করে প্রতিটি মিনিট ব্যবহার করেছি। ইউক্রেইনের একজন প্রকৃত বন্ধুর এই সফরের কারণে আমরা কৃতজ্ঞ।”

পশ্চিমা কূটনীতিকদের সফরের সময় ইউক্রেনের শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার এটাই প্রথম ঘটনা না, এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে।

এপ্রিলে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলতে কিইভে যাওয়ার পর সেখানে দুটি বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

মার্চে পোল্যান্ড, স্লোভেনিয়া ও চেক রিপাবলিকের তিন প্রধানমন্ত্রী ইউক্রেইনের প্রতি সমর্থন জানাতে ট্রেন যোগে কিইভ গিয়েছিলেন। তারা কিইভে থাকার সময়ও রাজধানীর প্রান্তে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close