প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৫ নভেম্বর, ২০২১

চিকিৎসা ছাড়াই এইডসমুক্ত ৩০ বছরের নারী

প্রাণঘাতী এইচআইভি বা এইডসে সংক্রমিত হওয়ার পর কোনো চিকিৎসা ছাড়াই আর্জেন্টিনার এক নারী সুস্থ হয়েছেন। নিজের রোগ প্রতিরোধ শক্তির কল্যাণে তার শরীর থেকে ভাইরাসটির উপসর্গ চলে গেছে। বিশ্বে দ্বিতীয়বার এইডস থেকে আরোগ্য পাওয়ার এমন ঘটনা ঘটল। এক গবেষণা নিবন্ধে এসব দাবি করা হয়েছে।

২০১৩ সালে ওই নারীর দেহে হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস (এইচআইভি) শনাক্ত হয়। তিনি আর্জেন্টিনার এসপারেনজা শহরের বাসিন্দা। তার বয়স ৩০ বছর। নাম-পরিচয় না জানালেও গবেষকরা শহরের সঙ্গে মিল রেখে ওই নারীকে ‘এসপারেনজা রোগী’ নামে ডাকেন। ইংরেজিতে এসপারেনজা অর্থ আশা।

এইডস নিয়ে মানুষের মধ্যে বদ্ধমূল নেতিবাচক ধারণার কারণে ওই নারী তার নাম প্রকাশ করতে চান না। মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে তিনি বলেছেন, ‘সুস্থ থাকাটা উপভোগ করি। আমার একটি সুস্থ পরিবার আছে। আমাকে ওষুধ খেতে হয় না এবং কিছুই হয়নি এমন জীবনযাপন করি। এটাই তো একটা বিশেষ সুবিধা।’ এ নিয়ে সোমবার যুক্তরাষ্ট্রের অ্যানালস অব ইন্টারনাল মেডিসিন জার্নালে একটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close