প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৯ অক্টোবর, ২০২১

বিশ্বে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪ হাজার ২৩৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ লাখ ১ হাজার ৭৩৮ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ২ লাখ ৮৪ হাজার ৫৯৪ জন। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনায় এসব মৃত্যু ও সংক্রমণ ঘটেছে। এর আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয় পাঁচ হাজার তিনজনের। নতুন করে শনাক্ত হন ৩ লাখ ২৭ হাজার ৮৯ জন।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, করোনাভাইরাসে বিশ্বে এ পর্যন্ত ৪৯ লাখ ১৪ হাজার ৯০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন ২৪ কোটি ১৪ লাখ ৭১ হাজার ৩৮২ জন। আর বিশ্বব্যাপী করোনা থেকে সেরে ওঠেছেন ২১ কোটি ৮৬ লাখ ৯৯ হাজার ৫০৫ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৫৭ লাখ ৯২ হাজার ৫৩২ জন। এর মধ্যে মারা গেছেন ৭ লাখ ৪৪ হাজার ৫৪৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ কোটি ৫৩ লাখ ৭৪ হাজার ৫৯৫ জন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close