প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১২ অক্টোবর, ২০২১

এক ট্রেনের ১৭৬ বগি!

ভারতের ‘ত্রিশূল’ ট্রেনের বগি গুনতে গুনতে হাঁপিয়ে উঠতে হবে আপনাকে। কারণ, এই প্রথম ভারতীয় রেল একটি ট্রেনে ১৭৬টি বগি সংযোজন করে। সংশ্লিষ্টরা বলছেন, এটি তিনটি ট্রেনের সমান দীর্ঘ হবে। খবর এনডিটিভির।

বিশাল এই পণ্যবাহী ট্রেনটি তৈরি করা হয়েছে ভারতের দক্ষিণ-মধ্য রেলের বিজয়ওয়াড়ায়। তিনটি ট্রেনের বগি জোড়া হয়েছে বলে নাম দেওয়া হয় ‘ত্রিশূল’।

বিজয়ওয়াড়া থেকে ট্রেনটি যায় দক্ষিণ-মধ্য রেলের দুভাড়া স্টেশন পর্যন্ত। তবে পণ্যবোঝাই ছিল না ট্রেনটিতে। যেখানে পণ্যবোঝাই হবে সেই ঠিকানায় কম সময়ে খালি বগি পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেয় রেল কর্তৃপক্ষ।

রেল সংশ্লিষ্টদের দাবি, শুধু সময় নয় শ্রম বাঁচানোও লক্ষ্য ছিল এই ট্রেন চালানোর পেছনে। রেলের বক্তব্য, ১৭৬টি বগিযুক্ত ট্রেনের গতিবেগ ছিল ঘণ্টায় ৫০ কিলোমিটার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close