প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৯ সেপ্টেম্বর, ২০২১

অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র থেকে রাষ্ট্রদূত ফেরাল ফ্রান্স

পারমাণবিক সাবমেরিন চুক্তি স্বাক্ষরের প্রতিবাদে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে দেশের নিজেদের রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে ফ্রান্স। এক বিবৃতিতে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভে ল দ্রিঁয়া জানান, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর অনুরোধেই রাষ্ট্রদূতদের ডাকা হয়েছে। মিত্র দেশ থেকে রাষ্ট্রদূত ডেকে পাঠানোর ঘটনা ফ্রান্সের ক্ষেত্রে বিরল। খবর বিবিসি ও সিএনএনের।

গত বুধবার অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ভাগাভাগি করে চীনকে মোকাবিলায় বিশেষ নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। এই চুক্তির ফলে প্রথমবারের মতো পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন তৈরি করতে পারবে অস্ট্রেলিয়া।

এর আগে, অস্ট্রেলিয়ার সঙ্গে ফ্রান্সের বিপুল অঙ্কের একটি চুক্তি ছিল। যে চুক্তির আওতায় অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন সরবরাহ করার কথা ছিল প্যারিসের। কিন্তু ত্রিদেশীয় চুক্তির ফলে ফ্রান্সের কাছ থেকে আর সাবমেরিন নেবে না অস্ট্রেলিয়া। আর এতেই ক্ষুব্ধ ইমানুয়েল ম্যাক্রোঁর প্রশাসন।

মিত্র দেশের কাছ থেকে এমন চুক্তিকে অপ্রত্যাশিত আচরণ উল্লেখ করেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। ত্রিদেশীয় পারমাণবিক সাবমেনি চুক্তি স্বাক্ষরের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পিঠে ছুরিকাঘাত করেছেন এবং তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো আচরণ করছেন বলেও নিন্দা জানান পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভে ল দ্রিঁয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close