প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৬ আগস্ট, ২০২১

ইন্দোনেশিয়ায় করোনায় মৃত্যু লাখ ছাড়াল

ইন্দোনেশিয়ায় বুধবার করোনায় মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। বর্তমানে মহামারির সবচেয়ে খারাপ সময় পার করছে দেশটি। বিশেষ করে অতি সংক্রামক ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।

বুধবার রাতে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত ৩৫ লাখ ৩২ হাজার ৫৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১ লাখ ৬৩৬ জনের মৃত্যু হয়েছে। ওয়ার্ল্ডোমিটার মূলত শনাক্ত ও মৃতের সরকারি হিসাব তুলে ধরেছে। তবে দেশটির প্রকৃত অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, শনাক্ত ও মৃতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি।

দেশটিতে মৃতের সংখ্যা ৫০ হাজার অতিক্রম করতে সময় লেগেছে ১৪ মাস। আর এই সংখ্যাটি দ্বিগুণ হতে লাগে মাত্র ৯ সপ্তাহের কিছু বেশি সময়। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৪৭ জনের মৃত্যু হয়েছে।

স্বাধীন ভাইরাস ডেটা গ্রুপ ল্যাপরকোভিড-১৯-এর তথ্যানুযায়ী, জুনের শুরু থেকে বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় ২ হাজার ৮০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close