আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ আগস্ট, ২০২০

রাশিয়ার ভ্যাকসিন নিয়ে সতর্ক করল ডব্লিউএইচও

রাশিয়া অক্টোবর থেকে নিজেদের তৈরি ভ্যাকসিন গণহারে মানুষের দেহে প্রয়োগ শুরুর ঘোষণা দেওয়ার পর ভ্যাকসিন নিয়ে আন্তর্জাতিক নির্দেশিকা ও বিধি অনুসরণ করার জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ভ্যাকসিন প্রয়োগে রাশিয়ার তাড়াহুড়ো দেখেই এমন সতর্ক বার্তা দিল সংস্থাটি। সংস্থাটির মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেইয়ার গত মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘মাঝেমধ্যে বিশেষ কোনো গবেষক দল দাবি করেন যে তারা কিছু খুঁজে পেয়েছেন। অবশ্যই সেটা সুসংবাদ। কিন্তু ভ্যাকসিন কাজ করছে বলে কিছু খুঁজে পাওয়া এবং সব ধাপ পার করার মাধ্যমে তার কার্যকারিতা নিশ্চিতের মধ্যে বিশাল ফারাক রয়েছে।’

গত সপ্তাহে রাশিয়া অক্টোবর মাসে দেশের জনগণের বড় অংশের মধ্যে টিকা প্রয়োগের কথা জানায়। রাশিয়ার শিল্প ও বাণিজ্যমন্ত্রী ডেনিস মানতুরভ দেশটির সংবাদ সংস্থা তাস-কে গত সোমবার বলেছেন, ২০২১ সালের মধ্যে প্রতি মাসে তারা কয়েক লাখ টিকার ডোজ তৈরি করবেন বলে আশা করছেন।

বিশ্বজুড়ে দেড় শতাধিক করোনা ভ্যাকসিনের কাজ চলছে। এর মধ্যে দুই ডজন ক্লিনিক্যাল ট্রায়ালে মানবদেহে প্রয়োগ করে দেখা হচ্ছে। মানুষের দেহে প্রয়োগের জন্য অনুমোদন পাওয়ার আগে মূলত তিনটি ধাপে ভ্যাকসিনের পরীক্ষা হয়। কিন্তু তৃতীয় ধাপে যাওয়া ছয়টি ভ্যাকসিনের মধ্যে রাশিয়ারটি নেই। তৃতীয় কিংবা চূড়ান্ত ধাপে হাজার হাজার মানুষের দেহে প্রয়োগের মাধ্যমে ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকরী কিনা তা পর্যালোচনা করা হয়। কিন্তু তৃতীয় ধাপে গণহারে এখনো পরীক্ষা না চালিয়ে অন্য সবার আগে ভ্যাকসিন ব্যবহারের ঘোষণা দিয়ে দিনক্ষণ ঠিক করায় রাশিয়ার ভ্যাকসিনটি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে সবার মধ্যে।

অক্টোবর মাসেই দেশজুড়ে গণহারে করোনাভাইরাসের টিকা প্রয়োগের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। প্রথম দফায় শিক্ষক ও চিকিৎসকদের এ টিকা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স মুরাশকোর উদ্ধৃতি দিয়ে এ কথা জানিয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়া কর্তৃপক্ষ চলতি মাসেই গণহারে প্রয়োগের জন্য একটি সম্ভাব্য টিকার অনুমোদন দিতে যাচ্ছে। মস্কোর গবেষণা প্রতিষ্ঠান গামালেয়া ইনস্টিটিউট তাদের টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করেছে এবং এ পরীক্ষায় সফল হয়েছে। এখন তারা টিকাটি নিবন্ধনের কাগজপত্র প্রস্তুত করছে, বলেছেন মুরাশকো। তিনি বলেন, অক্টোবরেই বিস্তৃত আকারে টিকা দেওয়ার পরিকল্পনা করছি আমরা। কোভিড-১৯ রোধে বিশ্বে টিকা উৎপাদনে অক্সফোর্ড-মডার্নার মতো ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলো প্রথম সারিতে থাকার সময়েই সবাইকে তাক লাগিয়ে রাশিয়া প্রথম টিকা নিয়ে হাজির হলো। গত মাসে রাশিয়ার বিজ্ঞানীরা গামালেয়া ইনস্টিটিউটের প্রথম দিককার সব ট্রায়ালে ইতিবাচক ফলাফল এসেছে বলে জানায়। তবে বিশ্বের অনেক দেশের বিশেষজ্ঞরাই রাশিয়ার এ টিকার কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close