আন্তর্জাতিক ডেস্ক

  ২২ সেপ্টেম্বর, ২০১৯

অক্টোবরেই রাফাল যুদ্ধবিমান পাচ্ছে ভারত

আগামী অক্টোবরেই ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান পাচ্ছে ভারত। গত বৃহস্পতিবার ভারতীয় বিমান বাহিনীর উপ-প্রধান ভি আর চৌধুরি এ ব্যাপারে আনুষ্ঠানিক সম্মতি জানিয়েছেন। এর ফলে ফরাসি যুদ্ধবিমান দিল্লির হাতে তুলে দিতে আর কোনো আনুষ্ঠানিকতা বাকি থাকল না। গত শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতীয় বিমান বাহিনীর হাতে রাফাল যুদ্ধবিমান তুলে দেবে নির্মাতা প্রতিষ্ঠান দাসো।

কোনো যুদ্ধবিমান আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার আগে একটি প্রক্রিয়া সম্পন্ন হয়। একে বলা হয় ‘অ্যাকসেপ্টেন্স’। এর অর্থ হলো আমরা ওই বিমান গ্রহণ করতে চাই। সেটিই সম্পন্ন হয়েছে গত বৃহস্পতিবার।

এবার এর পরবর্তী ধাপ হলো আনুষ্ঠানিকভাবে রাফাল যুদ্ধবিমান গ্রহণ করা। আগামী ৮ অক্টোবর ফ্রান্সে অনুষ্ঠিতব্য ওই আয়োজনে উপস্থিত থাকবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং দেশটির এয়ার চিফ মার্শাল।

উল্লেখ্য, ফ্রান্স থেকে মোট ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। ২০২২ সাল নাগাদ এর সবকটিই দেশটির হাতে পৌঁছাবে। আর এতে ব্যয়ের পরিমাণ দাঁড়াবে ৫৯ হাজার কোটি রুপি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close