আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ মে, ২০১৯

পাকিস্তানের হোটেলে হামলায় হতাহতের সংখ্যা বেড়ে ৭

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পাঁচ তারকা হোটেলে বন্দুকধারীদের হামলায় হতাহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। গত শনিবার বেলুচিস্তান প্রদেশের গুয়াদার শহরের পার্ল কন্টিনেন্টাল (পিসি) নামের ওই হোটেলে হামলা চালায় বন্দুকধারীরা। এ সময় বন্দুকধারীদের হাতে নিহত হন তিন নিরাপত্তাকর্মী। আহত হন আরো চারজন। গতকাল রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।

এর আগে গত শনিবার প্রাথমিকভাবে একজনের প্রাণহানির খবর দেওয়া হয়েছিল। হামলার পর বিলাসবহুল হোটেলটিতে অবস্থানরতদের নিরাপদে বের করে আনা হয়। স্থানীয়রা জানান, হোটেলে সন্ত্রাসীরা প্রবেশের সময় বেশ কয়েকটি গুলির শব্দ শোনা গেছে।

বিলাসবহুল পার্ল কন্টিনেন্টাল হোটেলটি বন্দর নগরী গুয়াদারে অবস্থিত। কোটি ডলারের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পে গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে হোটেলটির। গুয়াদার থানার কর্মকর্তা আসলাম বাঙ্গুলজাই জানান, পার্ল কন্টিনেন্টাল হোটেলে বিকেল ৪টা ৫০ মিনিটে তিন থেকে চারজন বন্দুকধারী হামলা চালায়।

পুলিশের মহাপরিদর্শক মোহসিন হাসান বাট জানান, বন্দুকধারীরা গুলি করতে করতে হোটেলে প্রবেশ করেছে। হামলার সময় সেখানে কোনো বিদেশি নাগরিক ছিলেন না। যারা ছিলেন তারা সবাই হোটেলের কর্মী। ওই ঘটনায় সেখানে অবস্থানরত ৯৫ শতাংশ মানুষকে বের করে আনতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

এদিকে এ হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। বিদ্রোহী গোষ্ঠীটি দাবি করেছে, তারা চীনা ও বিদেশি বিনিয়োগকারীদের ওপর হামলা চালিয়েছে।

বিএলএর মুখপাত্র জুনায়েদ বালুচ জানান, চীনা ও বিদেশি বিনিয়োগকারীদের লক্ষ্য করেই হোটেলটিতে হামলা চালানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close