আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ এপ্রিল, ২০১৯

মাদুরোর বিরুদ্ধে সব ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে জবাবদিহিতার আওতায় আনতে যাবতীয় অর্থনৈতিক ও রাজনৈতিক উপাদান ব্যবহার করবে যুক্তরাষ্ট্র। গত রোববার কলম্বিয়ার ভেনিজুয়েলা সীমান্ত পরিদর্শনকালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ ঘোষণা দিয়েছেন। ভেনিজুয়েলা সংকটের জন্য মাদুরোকে জবাবদিহিতার আওতায় আনার ওপরও জোর দেন তিনি। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

মাইক পম্পেও নির্বাচনী কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকট ভেনিজুয়েলার জনগণকে তাড়িত করেছে বিক্ষোভে। বিক্ষোভের সুযোগে গত ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদো। এরপরই তাকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্রসহ ৫০টিরও বেশি দেশ। বিপরীতে মাদুরোকে সমর্থন দেয় তুরস্ক, রাশিয়া ও কিউবার মতো দেশগুলো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close