আন্তর্জাতিক ডেস্ক

  ০১ মার্চ, ২০১৯

আকাশপথ বন্ধ থাকায় বিশ্বজুড়ে ফ্লাইট বিড়ম্বনা

ভারত-পাকিস্তান উত্তেজনায় সংশ্লিষ্ট বেসামরিক ফ্লাইট বাতিল হওয়ায় বিশ্বজুড়ে ফ্লাইট বিড়ম্বনা শুরু হয়েছে। হাজার হাজার ফ্লাইটের সময় বিভ্রাট চলছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় ভারতের ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় বাহিনীটির অন্তত ৪০ জন সদস্য প্রাণ হারান। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহাম্মদ হামলার দায় স্বীকার করে। গত মঙ্গলবার ভারতীয় বিমান বাহিনী ৭১-পরবর্তী ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের আকাশসীমায় ঢুকে বিমান হামলা চালানোর পর জানায়, জইশ-ই-মুহাম্মদের ঘাঁটি ধ্বংসের উদ্দেশেই তারা ওই ‘অসামরিক অভিযান’ পরিচালনা করেছে। গত বুধবার সকালে দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে এক পাইলটকে আটকের দাবি করে পাকিস্তান। বিপরীতে ভারতও পাকিস্তানের একটি ফাইটার জেট ভূপাতিত করার দাবি করেছে।

গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা বন্ধ ছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close