আন্তর্জাতিক ডেস্ক

  ০১ মার্চ, ২০১৯

কর্ণাটকে বড় জয়ের স্বপ্ন বিজেপির

পাকিস্তানে ভারতের বিমান হামলার পর দেশজুড়ে যে উত্তেজনা তৈরি হয়েছে তার ফল ঘরে তুলতে চায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। কর্ণাটকের বিজেপি প্রধান বি এস ইয়েদুরাপ্পা বলেন, ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানে হামলা চালিয়েছে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাভবান হবেন। আগামী মে মাসে অনুষ্ঠিতব্য লোকসভা নির্বাচনে কর্ণাটকের ২৮টি আসনের মধ্যে ২২টির বেশি আসন লাভ করবেন তিনি।

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় বাহিনীটির অন্তত ৪০ সদস্য প্রাণ হারায়। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহাম্মদ হামলার দায় স্বীকার করে। গত মঙ্গলবার ভারতীয় বিমান বাহিনী ৭১-পরবর্তী ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের আকাশসীমায় ঢুকে বিমান হামলা চালানোর পর জানায়, ভেতরে সেই জইশ-ই-মুহাম্মদের ঘাঁটি ধ্বংসের উদ্দেশেই তারা ওই ‘অসামরিক অভিযান’ পরিচালনা করেছে। এ হামলার পর সৃষ্ট উত্তেজনাকে কেন্দ্র করেই কর্ণাটকের নির্বাচনে বড় জয়ের স্বপ্ন দেখছে বিজেপি।

গত বুধবার এক সংবাদ সম্মেলনে বি এস ইয়েদুরাপ্পা বলেন, ‘আবহাওয়া যেদিকে যাচ্ছে... তাতে করে বিজেপির হাওয়া ভালো এবং অনেক বেশি আসন লাভ করার সম্ভাবনা আছে। গত মঙ্গলবার ভারতীয় বিমান বাহিনী যেভাবে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে সক্ষম হয়েছে, তারপর থেকে দেশজুড়ে মোদির ঢেউ দেখা যাচ্ছে। এর ফল দেখা যাবে, আগামী লোকসভা নির্বাচনের সময়।

সমালোচকরা বলছেন, যখন পাকিস্তানের হাতে ভারতীয় বাহিনীর একজন পাইলট বন্দি অবস্থায় রয়েছেন সেই মুহূর্তে এ হামলাকে নির্বাচনে জয়ের হাতিয়ারে পরিণত করতে চাইছে বিজেপি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close