আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ ফেব্রুয়ারি, ২০১৯

মিয়ানমারে বিক্ষোভ ছত্রভঙ্গে পুলিশের রাবার বুলেট

মিয়ানমারের সংখ্যালঘু কারেন নৃগোষ্ঠীর সদস্যদের একটি প্রতিবাদ ভেঙে দিতে পুলিশ জলকামান, কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করেছে। আন্দোলনকারীদের এক নেতা এ কথা জানিয়েছেন। মঙ্গলবার পূর্বাঞ্চলীয় পার্বত্য রাজ্য কায়ার রাজধানী লোইকোতে এ ঘটনা ঘটেছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

পুলিশ জানিয়েছে, কারেন গোষ্ঠীর সদস্যরা লোইকোতে মিয়ানমারের স্বাধীনতা আন্দোলনের নেতা জেনারেল অং সানের একটি মূর্তি স্থাপনের বিরোধিতা করে প্রতিবাদ করেছে। সংগঠকরা জানিয়েছেন, বিক্ষোভ প্রদর্শনের অনুমতি না থাকা সত্ত্বেও জাতীয় ছুটির দিন ‘সংযুক্ত দিবসে’ অন্তত ৩ হাজার লোক লোইকোর ওই সমাবেশে হাজির হয়েছিল।

একটি ঘোড়ার ওপর বসা সোনায় মোড়ানো জেনারেলের মূর্তিটি চলতি মাসেই উদ্বোধন করার কথা রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close