আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ অক্টোবর, ২০১৮

তিন স্ত্রীসহ নিজের জন্য মৃত্যুর পরের বাড়ি

সুন্দর একটা বাড়ির স্বপ্ন প্রত্যেক মানুষই দেখে। বেঁচে থাকতে মনের মতো সাজানো বাড়িতে কাটিয়ে দেওয়ার ইচ্ছা সব মানুষেরই। তবে পুরুষ লোকের বাড়ির পাশাপাশি পছন্দের ব্র্যান্ডের দামি গাড়িরও শখ থাকে। আর এসব স্বপ্ন পূরণের জন্যই যত সব চাকরি-বাকরি।

তবে মৃত্যুর পরে আপনার কবর কোথায় হবে, সেটি কি কখনো ভেবেছেন? এটা নিয়ে কি আপনি মাথা ঘামান? বোধহয় না! তবে আপনি না ভাবলেও তানজানিয়ার নজোম্বের বাসিন্দা অ্যান্টন মান্দুলানি সেটা চিন্তা করে কিন্তু নিজের এবং তার তিনজন স্ত্রীর জন্য ইতোমধ্যে সমাধি তৈরি করে রেখেছেন।

বাইরে দেখে নির্মাণ কাজের ধরন দেখে মনে হবে যেন কোনো বাড়ি বানানো হচ্ছে। তবে ভেতরের চিত্র যে কাউকে চমকে দেবে। সেখানে রয়েছে ১২ মিটার গভীর একটি সমাধি, যা হবে অ্যান্টন মান্দুলামি এবং তার তিন স্ত্রীর মৃত্যুর পরের ঠিকানা। আট বছর ধরে এই সমাধির কাজ চলছে, যা অ্যান্টনির সারাজীবনের স্বপ্ন।

অ্যান্টন মান্দুলামি বলছেন, ‘আমি এই সমাধি তৈরির সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমি চাই না মানুষ আমাকে ভুলে যাক। সব মিলিয়ে এখানে এক হেক্টর জায়গা আছে, যেখানে আমি এবং আমার তিন স্ত্রীর সমাধি হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close