আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ অক্টোবর, ২০১৮

দুর্নীতির অভিযোগে দ. কোরিয়ার আরেক সাবেক প্রেসিডেন্ট দণ্ডিত

দুর্নীতির অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট লি মিয়াং-বাককে ১৫ বছরের কারাদ- দিয়েছে দেশটির এক আদালত। বিবিসি জানায়, শুক্রবার সিউলের একটি আদালত ঘুষ গ্রহণ, অর্থ আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দোষী সাব্যস্ত করে এ সাজা দেয়। তাকে কারাদন্ডের পাশাপাশি ১৩০০ কোটি ওন (দক্ষিণ কোরিয়ার মুদ্রা) জরিমানাও করা হয়েছে। মার্কিন ডলারের হিসাবে যে সংখ্যা ১ কোটি ১৫ লাখ।

লির বিরুদ্ধে স্যামসাং এবং তার নিজস্ব গোয়েন্দা সংস্থার কাছ থেকে প্রায় এক কোটি মার্কিন ডলার ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

এছাড়া নিজের ভাইয়ের স্বয়ংক্রিয় যন্ত্রাংশ উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে দুই কোটি মার্কিন ডলারের বেশি অর্থ আত্মসাতের অভিযোগও আদালত লি কে দোষী সাব্যস্ত করেছে।

দক্ষিণ কোরিয়ার শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে ব্যবসায়ীদের দহরম-মহরমের সূচনা লিই করেছেন বলে মত অনেকের। আদালত কক্ষ থেকে শুক্রবার জন গুরুত্বপূর্ণ এই মামলার রায় ঘোষণা টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে। তবে রায় ঘোষণার দিন লি আদালতে উপস্থিত ছিলেন না।

লি শুরু থেকেই তার বিরুদ্ধে উঠা সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার বিরুদ্ধে এ মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি। লি দুর্নীতির অভিযোগে সাজা পাওয়া দক্ষিণ কোরিয়ার চতুর্থ সাবেক প্রেসিডেন্ট। ২০১৩ সালে তার স্থলাভিষিক্ত হওয়া পার্ক জিউন হাইকে গত এপ্রিলে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দোষী সাব্যস্ত করে ২৪ বছরের কারাদন্ড দেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close