আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ সেপ্টেম্বর, ২০১৮

মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচন আজ

ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে অস্বচ্ছতা ও বিরোধী নিপীড়নের অভিযোগের মধ্যেই আজ রোববার মালদ্বীপে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। ভোট ফলাফল জনগণের কাছে গ্রহণযোগ্য হবে কি না, তা নিয়ে এরইমধ্যে দেখা দিয়েছে সংশয়। অভিযোগ উঠেছে, এই নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিন দ্বিতীয় দফায় ক্ষমতায় থাকতে চাচ্ছেন। এরইমধ্যে কারচুপির অভিযোগ তুললেও এই নির্বাচনে অংশ নিচ্ছে প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষিত প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ নাশিদের দল। ২০০৮ সালে গণতন্ত্রে রূপান্তরিত হওয়ার পর থেকে এই নিয়ে সেখানে তৃতীয়বার নির্বাচন হচ্ছে। এবারের নির্বাচনে প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষ ভোট দেওয়ার সুযোগ পাবেন। ২০১৩ সালের নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট মোহামেদ নাশিদকে পরাজিত করে ইয়ামিন প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে নাশিদের সমর্থকরা বলেন, ওই নির্বাচন ছিল জালিয়াতির। প্রথম দফায় বিতর্কিত নির্বাচনে ক্ষমতায় এসেই ইয়ামিন বিরোধীদের ওপর খড়গহস্ত হন। সন্ত্রাসবাদ ও দুর্নীতির অভিযোগ তুলে বিরোধী দলের অধিকাংশ নেতাকে জেলে পাঠায় তার সরকার। দেশটিতে প্রণীত নতুন নির্বাচন বিধি অনুযায়ী, পর্যবেক্ষকদের আলাদা করে ভোটারদের ব্যালট পেপার দেখার সুযোগ থাকছে না। এর ফলে ভোটের বৈধতা নিয়ে সন্দেহ দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিদেশি সাংবাদিকদের ভোটের সংবাদ সংগ্রহের ব্যাপারেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রধান বিরোধী দল মালদ্বীপ ডেমোক্র্যাটিক পার্টির পাশাপাশি স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও বিদেশি সাংবাদিকদের ওপর কড়াকড়ি আরোপ এবং নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না করায় উদ্বেগ প্রকাশ করেছে।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের সহযোগী পরিচালক প্যাট্রিসিয়া গোসম্যান অভিযোগ করেছেন, ক্ষমতাসীন প্রেসিডেন্টকে আবারও ক্ষমতায় আনতে মালদ্বীপ কর্তৃপক্ষ সমালোচকদের আটক করেছে, সংবাদমাধ্যমের ওপর কড়াকড়ি আরোপ করেছে। বিরোধী প্রার্থীদের ঠেকাতে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। স্বাধীন নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ট্রান্সপারেন্সি মালদ্বীপ বলেছে, ‘এই ইস্যুগুলোর সমাধান না করলে সম্ভবত এ ধরনের নির্বাচনের ফল জনগণ মেনে নিবে না।’

মালদ্বীপ ডেমোক্র্যাটিক পার্টির শীর্ষ নেতা ও প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ নাশীদ আগামীকালের রাষ্ট্রপতি নির্বাচনে রাষ্ট্রপতি আবদুল্লা ইয়ামীন ইতোমধ্যেই কারচুপি করেছেন বলে অভিযোগ এনেছেন। তবে তিনি বলেছেন, এই নির্বাচনী প্রক্রিয়া থেকে তার দল সরে আসবে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close