আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ সেপ্টেম্বর, ২০১৮

৫০ হাজার বছর বয়সী নেকড়ে!

কীভাবে এই প্রাণী মারা গেছে তা এখনো স্পষ্ট নয়। কিন্তু উদ্ধার করার পর থেকেই রীতিমতো গবেষণা শুরু হয়েছে। কারণ, বয়সটা ৫০ হাজারেরও বেশি। জেনে অবাক হলেন কি! বাস্তবে সেটাই ঘটেছে। কানাডার ইউকন থেকে উদ্ধার হয়েছে ৫০ হাজার বছরের পুরনো এক নেকড়ের জীবাশ্ম।

ফক্স নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউকনের একটি খনিতে কাজ করছিলেন শ্রমিকরা। তখনই ওই নেকড়ের জীবাশ্মটির খোঁজ মেলে। প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা মনে করছেন, জীবাশ্মটি নেকড়ে ছানার। তার সঙ্গে সেই সময়কারই একটি হরিণেরও জীবাশ্ম পাওয়া গেছে। সেটা ঘিরেও রীতিমতো আলোচনা শুরু হয়েছে।

ওই প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যে গবেষণার জন্য বেশ কয়েকজন গবেষককে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বিষয়টি নিয়ে তদারকি করার জন্য। কারণ, সাম্প্রতিক কালে জীবাশ্ম উদ্ধার হলেও এত পুরনো জীবাশ্ম উদ্ধার হওয়ার নজির নেই।

এখন দু’টি জীবাশ্মই সংরক্ষিত করে রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন পুরো বিষয়টি টুইটারে শেয়ার করেছে। সেখান থেকেই ভাইরাল হয়েছে বিষয়টি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close